পশ্চিমবঙ্গের যে সমস্ত চাকরি প্রার্থীরা চাকরির সন্ধান করছেন এবং অনগ্রসরত শ্রেণীর অর্থাৎ EWS ক্যাটাগরির আওতায় আসেন তাদের জন্য রাজ্য সরকারের তরফ থেকে গুরুত্বপূর্ণ একটি তথ্য উঠে এসেছে। সাম্প্রতী রাজ্য সরকারের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে যে সমস্ত প্রার্থীরা EWS ক্যাটাগরির আওতায় আসবেন তাদের জন্য দ্রুত সার্টিফিকেট প্রদান করা হবে এবং খুব সহজভাবে এই সার্টিফিকেট বানাতে পারবেন। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ সরকার সমগ্র অনগ্রসর শ্রেণী দপ্তরের তরফ থেকে বিভিন্ন মহকুমা এবং জেলাশাসকের কাছে চিঠি পাঠিয়েছেন যেন ছাত্র-ছাত্রীদের দ্রুত এই সার্টিফিকেট পেয়ে যায়। তাহলে কিভাবে আপনারা EWS সার্টিফিকেট বানাবেন এবং কিভাবে খুব সহজেই পেয়ে যাবেন চলুন সে ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।

এতদিন ধরে যে সমস্ত ছাত্র-ছাত্রীরা জেনারেল ক্যাটাগরির আওতায় আসতেন এবং যারা SC, ST বা OBC কোন ক্যাটাগরির মধ্যেই পড়েন না তাদের জন্য সরকারের তরফ থেকে নতুন একটি সংরক্ষণ পদ্ধতি চালু করা হয়েছে বিশেষ করে যারা অর্থনৈতিক দিক দিয়ে দুর্বল তাদের জন্য রাজ্য সরকার EWS ক্যাটাগরি চালু করেছেন, যার মাধ্যমে চাকরি থেকে অন্যান্য সরকারি সুযোগ-সুবিধায় সংরক্ষণ পাবেন। এই সার্টিফিকেটে আবেদনের জন্য ছাত্র-ছাত্রীদের বেশ কিছু কাগজপত্র জমা করতে হবে। সমস্ত কাগজপত্র যদি ঠিকঠাক থাকে তাহলে রাজ্য সরকারের তরফ থেকে খুব দ্রুত তা ভেরিফাই করে এই সার্টিফিকেট প্রদান করা হবে।

 

আবেদনের শর্ত:

  • সাধারণ (GEN) শ্রেণির নাগরিক, যারা SC/ST/OBC নয়
  • যাদের পরিবারিক বার্ষিক আয় ৮ লাখ টাকার কম।
  • যাদের কাছে নির্ধারিত সম্পত্তি সীমার মধ্যে:

আবাসনভূমি: শহরে ১০০০ বর্গফুটের কম

চাষের জমি: ৫ একরের কমরেসিডেন্সিয়াল ফ্ল্যাট বা বাড়ি: ১০০০ স্কয়ার ফিটের মধ্যে

  • আবেদনকারীর পরিবারে কেউ সরকারি চাকরি না করলে সুবিধাজনক।

 

আবেদন পদ্ধতি: যে সমস্ত প্রার্থীরা এই EWS ক্যাটাগরি সার্টিফিকেট এর জন্য আবেদন জানাতে ইচ্ছুক তারা অনলাইন অথবা অফলাইন দুটো পদ্ধতির মাধ্যমেই আবেদন জানাতে পারবেন। নিচে আবেদন পদ্ধতি সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করা হলো-

 

অফলাইনে আবেদন পদ্ধতি: অফলাইনে আবেদন করার জন্য আবেদনকারী কে প্রথমেই নিকটবর্তী ব্লক অফিসে বা পঞ্চায়েত অফিসে গিয়ে আগে খোঁজখবর নিয়ে দেখতে হবে এই আবেদন পত্র গ্রহণ করা হচ্ছে কিনা। যদি আবেদনপত্র গ্রহণ করা হয় তাহলে প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্টস নিয়ে অফিসে গিয়ে ফরম ফিলাপ করে সমস্ত তথ্য সঠিকভাবে দিয়ে প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্ট সংযুক্ত করে জমা দিতে হবে।

 

অনলাইনে আবেদন পদ্ধতি: অনলাইনে আবেদনের জন্য অনগ্রসরত শ্রেণী কল্যাণ দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ফর্ম ফিলাপ করতে হবে। এরপর যে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট দরকার সেগুলো স্ক্যান করে আপলোড করতে হবে। এখানে আবেদন করার সময় আয়ের তথ্য ও নির্দেশিকায় যে সমস্ত তথ্যের দরকার সেগুলো সঠিকভাবে দিতে হবে।

প্রয়োজনীয় ডকুমেন্টস:

EWS সার্টিফিকেটের আবেদন করার সময় নিচের নথিগুলি প্রয়োজন হবে:

 ডকুমেন্ট বিবরণ
পরিচয়পত্রভোটার কার্ড / আধার কার্ড
 ঠিকানার প্রমাণরেশন কার্ড / বাসবাড়ির বিল
 আয় শংসাপত্রব্লক অফিস থেকে জারি করা আয় সার্টিফিকেট
 পাসপোর্ট সাইজ ছবিআবেদনকারীর সাম্প্রতিক ছবি
 জমির কাগজসম্পত্তির বিবরণ

রাজ্য সরকারের এই উদ্যোগ নেওয়ার পিছনে কারণ হলো যারা অনগ্রসর শ্রেণীর রয়েছে তারা যাতে কোনরকম অসুবিধার সম্মুখীন না হয়ে খুব সহজেই এই সার্টিফিকেট পেয়ে যেতে পারে।

এই নির্দেশিকাটি নিঃসন্দেহে পশ্চিমবঙ্গের লাখ লাখ চাকরিপ্রার্থী ও ছাত্রছাত্রীর জন্য আশার আলো। বিশেষত, যারা শুধুমাত্র অর্থনৈতিক দুর্বলতার কারণে সরকারি চাকরি বা উচ্চশিক্ষা থেকে পিছিয়ে পড়তেন, তাঁদের জন্য এই প্রক্রিয়াটি আরেক ধাপ এগিয়ে নিয়ে যাবে।

 

সরকারের এমন স্বচ্ছ ও দ্রুত সিদ্ধান্ত প্রশাসনিক দায়িত্ববোধের নজির। এখন শুধু দরকার এই ব্যবস্থার যথাযথ বাস্তবায়ন।

যারা অনগ্রসর শ্রেণীর আওতায় পড়েন তারা খুব সহজেই এই সার্টিফিকেট বানিয়ে চাকরিসহ অন্যান্য সরকারি সুযোগ-সুবিধা গ্রহণ করতে পারেন। তবে এক্ষেত্রে রাজ্য সরকারকে বিশেষভাবে নজর দিতে হবে যেন যারা বৈধ তারাই একমাত্র এই ক্যাটাগরির আওতায় আসতে পারেন এবং যারা অবৈধ তারা যেন কোনভবেই এই ক্যাটাগরির আওতায় না আসে।

By BT SOLUTIONS

BT SOLUTIONS IS AN ONLINE TECH NEWS WEBSITE.IN THIS PORTAL WE REGULARLY UPDATES TECH RELATED ANY ARTICLES.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *