WBBPE : এসএসসি দুর্নীতির মধ্যে ফের প্রাথমিকে শিক্ষক নিয়োগের জন্য পর্ষদ কর্তৃক বিজ্ঞপ্তি জারি করা হলো। এই বিজ্ঞপ্তি অনুযায়ী ফের কয়েক হাজার শুন্য পদে রাজ্যের প্রাথমিক স্কুলগুলিতে শিক্ষক ও শিক্ষিকা নিয়োগের জন্য অসৎ কর্তৃক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যদিও এই বিজ্ঞপ্তি পূর্বের নিয়োগের উপর এতে করে প্রকাশ করা হয়েছে, এতে রাজ্যের প্রায় কয়েক হাজার নতুন যুবক-যুবতী নতুন করে শিক্ষকতার সুযোগ পেতে চলেছেন। আসুন তাহলে এই প্রতিবেদনে সেই বিজ্ঞপ্তি সম্পর্কে আরও বিস্তারিত জেনে নেওয়া যাক।
প্রাথমিক শিক্ষক হওয়ার স্বপ্ন দেখছেন এমন হাজার হাজার চাকরিপ্রার্থী দীর্ঘদিন ধরেই পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের (WBBPE) কার্যকলাপের দিকে তাকিয়ে ছিলেন। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটিয়ে পর্ষদ ২০২৫ সালের জুলাই মাসে এক গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে, কলকাতা হাইকোর্টের নির্দেশে ২১২৪ জন প্রার্থীকে প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য ডকুমেন্ট ভেরিফিকেশনে ডাকা হয়েছে।
এই প্রার্থীরা মূলত পম্পা দত্ত বনাম পশ্চিমবঙ্গ সরকার মামলার আবেদনকারী ছিলেন। মামলাটি রাজ্যের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে ধরেছিল এবং সেই প্রেক্ষিতেই আদালতের হস্তক্ষেপে এই নতুন তালিকা প্রকাশ করা হয়েছে।
ডকুমেন্ট ভেরিফিকেশন কবে ও কোথায় করা হচ্ছে ?
ডকুমেন্ট ভেরিফিকেশন একটি গুরুত্বপূর্ণ ধাপ যা নিয়োগ প্রক্রিয়ার মূল ভিত্তি। WBBPE-এর বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রার্থীদের ডকুমেন্ট যাচাই প্রক্রিয়া শুরু হবে ২২ জুলাই ২০২৫ তারিখ থেকে এবং চলবে ৩১ জুলাই ২০২৫ পর্যন্ত। তবে রবিবারের দিন এই প্রক্রিয়া স্থগিত থাকবে।
ডকুমেন্ট যাচাইয়ের জন্য নির্ধারিত স্থান হলো –
আচার্য প্রফুল্ল চন্দ্র ভবন, সল্টলেক, সেক্টর-২, কলকাতা – যা WBBPE- পর্ষদের প্রধান কার্যালয়।
ভেরিফিকেশনের নির্দিষ্ট সময় ও দিন প্রার্থীদের মোবাইলে এসএমএস অথবা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তাই নিয়মিত ওয়েবসাইট চেক করতে এবং ফোনে যোগাযোগের উপযোগী থাকা জরুরি।
কারা এই তালিকায় ডাক পেয়েছেন?
এই তালিকায় অন্তর্ভুক্ত প্রার্থীরা হলেন সেইসব চাকরিপ্রার্থী যারা:
- ২০১৪ সালের প্রাথমিক TET উত্তীর্ণ
- ২০১৭ সালের ১০ আগস্ট-এর আগে কোনো প্রাথমিক বা প্রি-প্রাইমারি স্কুলে চাকরিরত ছিলেন (In-service candidate)
- NIOS-এর ১৮ মাসের D.El.Ed কোর্স সম্পন্ন করেছেন
- এবং যারা পম্পা দত্ত মামলার আবেদনে অংশ নিয়েছিলেন
নোট :এই ২১২৪ জন প্রার্থীর জন্য এই ডকুমেন্ট যাচাইয়ের সুযোগ তৈরি হয়েছে আদালতের নির্দেশেই।
ডকুমেন্ট যাচাইয়ের সময় কী কী কাগজপত্র লাগবে?
প্রার্থীদেরকে ডকুমেন্ট যাচাইয়ের জন্য মূল কপি এবং একটি করে স্ব-প্রত্যয়িত (self-attested) ফটোকপি নিয়ে যেতে বলা হয়েছে। নিচে গুরুত্বপূর্ণ ডকুমেন্টগুলোর তালিকা দেওয়া হলো:
শিক্ষাগত যোগ্যতার প্রমাণ:
- মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার মার্কশিট ও সার্টিফিকেট
- ২০১৪ সালের প্রাথমিক TET উত্তীর্ণ সার্টিফিকেট
চাকরির প্রমাণ (In-service status):
- নিয়োগপত্র ও জয়েনিং রিপোর্ট
- স্কুল কর্তৃপক্ষ কর্তৃক চাকরিতে থাকার সার্টিফিকেট
- ২০১৭ সালের জুলাই পর্যন্ত শেষ ৬ মাসের বেতন স্লিপ (বেসিক পে, ডিএ, অন্যান্য ভাতা সহ)
- মাসিক বেতনের ব্যাঙ্ক স্টেটমেন্ট
- GPF/CPF স্টেটমেন্ট
- CPF/EPF অ্যাকাউন্টের ডিটেলস
- আয়কর রিটার্ন (যদি প্রযোজ্য হয়)
NIOS D.El.Ed সম্পর্কিত কাগজ:
- ১৮ মাসের D.El.Ed কোর্সের সার্টিফিকেট
- কোর্সের সমস্ত মার্কশিট (কোর্স সম্পন্ন করতে হবে ১৪ এপ্রিল ২০১৯ এর মধ্যে)
অন্যান্য প্রমাণপত্র:
- ২০২২ সালের প্রাথমিক নিয়োগ প্রক্রিয়ার রেজিস্ট্রেশন স্লিপ
- মামলার আবেদনে নাম থাকা প্রমাণ
- জাতিগত শংসাপত্র (SC/ST/OBC হলে)
- বাসস্থানের প্রমাণ (ভোটার আইডি/আধার কার্ড)
- ব্যাঙ্ক স্টেটমেন্ট (শেষ ৬ মাস)
- স্কুলের জন্য NOC ও স্বীকৃতির সার্টিফিকেট
কাগজপত্র না থাকলে কী হবে?
অনেক প্রার্থী যারা প্রাইভেট স্কুলে শিক্ষকতা করেছেন বা এখনও করছেন, তাদের কাছে হয়তো PF, Salary slip, বা GPF এর মতো নথি নেই। এই ক্ষেত্রে WBBPE-এর নির্দিষ্ট শর্ত অনুযায়ী বিকল্প প্রমাণপত্র বা ব্যাখ্যামূলক চিঠি প্রয়োজন হতে পারে। যেসব প্রার্থীর কাছে প্রয়োজনীয় ডকুমেন্ট নেই, তাদের উচিত এখনই স্কুল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে প্রমাণপত্র সংগ্রহ করা।
এছাড়াও, NOC না থাকলে সেই প্রার্থীকে নিয়োগ প্রক্রিয়া থেকে বাদ দেওয়া হতে পারে। তাই প্রতিটি প্রমাণপত্র যেন সঠিক ও হালনাগাদ থাকে তা নিশ্চিত করতে হবে।
চাকরি কি নিশ্চিত?
ডকুমেন্ট ভেরিফিকেশনে ডাক পেলেই চাকরি নিশ্চিত, এমন নয়। এটি নিয়োগ প্রক্রিয়ার একটি ধাপ মাত্র। যদি কাগজপত্র সঠিক না হয় অথবা যেকোনো প্রমাণে গড়মিল ধরা পড়ে, তবে সেই প্রার্থীকে বাতিল করা হতে পারে বলে জানা গিয়েছে ।
তবে ইতিবাচক দিক হলো, এই প্রার্থীরা দীর্ঘদিন ধরে আদালতে আইনি লড়াই চালিয়ে গেছেন এবং অবশেষে ন্যায়বিচারের আলো পেয়েছেন তার। এখন শুধুমাত্র প্রক্রিয়া সঠিকভাবে সম্পন্ন করলেই নিয়োগ চূড়ান্ত হতে পারে।
কীভাবে PF বা Salary Statement সংগ্রহ করবেন?
১. নিজের স্কুল কর্তৃপক্ষের কাছে যোগাযোগ করুন
২. পে স্লিপ বা ব্যাঙ্ক স্টেটমেন্টে বেতনের লেনদেন থাকলে তা সংগ্রহ করুন
৩. GPF/CPF বা EPF নম্বর না থাকলে স্কুল থেকে লিখিত ব্যাখ্যা চিঠি আনতে হবে
৪. সমস্ত ডকুমেন্ট self-attested করে ফোল্ডারে রাখুন
সম্ভাব্য সমস্যা ও চ্যালেঞ্জ
- অনেক স্কুল এখনো NOC বা PF ডকুমেন্ট দিতে অস্বীকার করছে
- প্রার্থীরা নিজের দোষে নয়, বরং ব্যবস্থার ত্রুটির জন্য প্রয়োজনীয় কাগজপত্র না পেতে পারেন
- ডকুমেন্ট যাচাইয়ের তারিখে অনুপস্থিত হলে কোনো দ্বিতীয় সুযোগ নাও পেতে পারেন
- অনলাইন থেকে আবেদন রেজিস্ট্রেশন স্লিপ প্রিন্ট না থাকলে প্রবেশে বাধা হতে পারে
তাই সময় থাকতে সব ডকুমেন্ট সংগ্রহ করা, যাচাই করে রাখা, এবং নির্ধারিত দিনে হাজির থাকা অত্যন্ত জরুরি হবে।
পশ্চিমবঙ্গের বহু প্রাথমিক শিক্ষক প্রার্থীর জন্য এই ডকুমেন্ট যাচাইয়ের ডাক এক নতুন আশার সূচনা। যারা বছরের পর বছর ধরে ন্যায়বিচারের জন্য লড়েছেন, তাদের জন্য এটি এক বিরাট অগ্রগতি। তবে সুযোগ পেয়েই নিশ্চিন্ত হয়ে বসে পড়লে চলবে না। এবার সময় এসেছে সব ডকুমেন্ট প্রস্তুত রাখার, এবং নিজের ভবিষ্যৎকে নিশ্চিত করার। পরবর্তীতে নতুন নতুন এমন আপডেট পেতে আমাদের সঙ্গে জুড়ে থাকতে পারেন অথবা এ সংক্রান্ত আরো বিস্তারিত জানতে পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে জেনে নিতে পারেন