রেলের টিকিট কাটতে নয়া নিয়ম শুরু, আজ থেকে এই নির্দেশ মানতে হবে! দেখুন বিস্তারিত – IRCTC Ticket New Rule 2025

IRCTC Ticket New Rule 2025:  যাঁরা প্রতিদিন ট্রেনে যাতায়াত করেন বা নিয়মিত ভারতীয় রেলের IRCTC প্ল্যাটফর্ম ব্যবহার করেন, তাঁদের জন্য এক বড়সড় পরিবর্তন আজ থেকে কার্যকর হয়েছে। IRCTC তথা ইন্ডিয়ান রেলওয়ের সংশ্লিষ্ট টিকিট বুকিংয়ে এবার থেকে আধার কার্ড ভেরিফিকেশন বাধ্যতামূলক করা হয়েছে। যদিও এর আগে IRCTC অ্যাকাউন্টে আধার লিঙ্ক না করেও তৎকাল টিকিট কাটা যেত। কিন্তু ১৫ জুলাই ২০২৫ থেকে বদলে গেছে সেই নিয়ম। যাত্রীদের পরিচয় যাচাইয়ের স্বচ্ছতা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নিয়েছে রেল কর্তৃপক্ষ।

এবার থেকে তৎকাল টিকিট কাটতে গেলে আপনাকে আগে IRCTC অ্যাকাউন্টে আধার যুক্ত করে OTP ভেরিফিকেশনের মাধ্যমে KYC সম্পন্ন করে নিতে হবে। এই নতুন নিয়ম কার্যকর হতেই নেটপাড়ায় শুরু হয়েছে হইচই। যাঁরা এখনো তাঁদের IRCTC অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করেননি, তাঁরা রীতিমতো বিপাকে পড়তে চলেছেন। তবে চিন্তার কিছু নেই—এই প্রতিবেদনেই আমরা ধাপে ধাপে বোঝাব কীভাবে সহজেই আধার লিঙ্ক করবেন।

ইন্ট্রোডাকশন (২য় অংশ): IRCTC কেন এই পদক্ষেপ নিল?

ভারতীয় রেলয়ে প্রতি বছর লক্ষ লক্ষ তৎকাল টিকিট ইস্যু করে থাকে। এই বুকিং পদ্ধতিতে নানা সময় জালিয়াতির ঘটনা সামনে এসেছে। অনেক সময় দেখা গেছে, একাধিক ভুয়ো অ্যাকাউন্ট ব্যবহার করে এজেন্টরা টিকিট ব্লক করে রাখছে, পরে বেশি দামে বিক্রি করছে সাধারণ যাত্রীদের কাছে। এই অসাধু প্রবণতা বন্ধ করতেই IRCTC আধার ভিত্তিক সিস্টেম চালু করল।

নতুন নিয়ম অনুযায়ী, কেবলমাত্র সেই যাত্রীরাই তৎকাল টিকিট কাটতে পারবেন, যাঁদের IRCTC অ্যাকাউন্টে আধার ভেরিফিকেশন রয়েছে। এর মাধ্যমে যাত্রীর পরিচয় স্পষ্টভাবে চিহ্নিত করা সম্ভব হচ্ছে, ফলে জালিয়াতির পরিমাণ কমবে এবং সিস্টেমে স্বচ্ছতা আসবে। এই পদক্ষেপের ফলে সাধারণ যাত্রীও উপকৃত হবেন, কারণ এখন টিকিট কাটার সময় ফেক আইডি বা এজেন্টদের ঠকানো সম্ভব হবে না।

কী বলছে নতুন নিয়ম? [Rule Summary]

  1. নিয়ম কার্যকর হওয়ার তারিখ: ১৫ জুলাই ২০২৫
  2. যেখানে প্রযোজ্য: শুধুমাত্র তৎকাল (Tatkal) টিকিট বুকিংয়ে
  3. আধার বাধ্যতামূলক?: হ্যাঁ, এখন থেকে তৎকাল টিকিট বুক করতে গেলে আধার লিঙ্ক থাকা চাই
  4. OTP ভেরিফিকেশন: মোবাইল OTP-এর মাধ্যমে হবে KYC
  5. যাঁদের জন্য বাধ্যতামূলক: যাঁরা IRCTC-র ওয়েবসাইট বা অ্যাপ ব্যবহার করে তৎকাল টিকিট কাটেন

কেন এই আধার লিঙ্ক করা জরুরি এবার থেকে?

IRCTC প্ল্যাটফর্মে প্রতিদিন লক্ষ লক্ষ যাত্রী টিকিট কাটেন। বিশেষ করে তৎকাল টিকিটের ক্ষেত্রে সমস্যা আরও বেশি। অনেক সময় দেখা যায়, সেকেন্ডের ব্যবধানে সব তৎকাল টিকিট বিক্রি হয়ে যাচ্ছে। কিন্তু পরে সেগুলি কালোবাজারে পাওয়া যাচ্ছে বেশি দামে।

এই চক্র ভাঙতেই আধার লিঙ্কিং চালু করা হয়েছে বলে জানা যায়। আধার একটি ইউনিক আইডেন্টিফিকেশন যা প্রত্যেক ভারতীয় নাগরিকের রয়েছে। যদি প্রতিটি IRCTC অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করা হয়ে থাকে, তাহলে এক ব্যক্তি একাধিক অ্যাকাউন্ট খুলে টিকিট ব্লক করতে পারবে না। এতে ফেক বুকিং বন্ধ হবে এবং সাধারণ যাত্রীর সুযোগ বাড়বে।

ধাপে ধাপে আধার লিঙ্ক করার পদ্ধতি (IRCTC KYC)

IRCTC অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করা আসলে খুবই সহজ হবে। আপনি ওয়েবসাইট বা অ্যাপ—যেকোনো একটির মাধ্যমে KYC সম্পন্ন করতে পারেন।

 ধাপ ১: লগইন করুন IRCTC অ্যাকাউন্টে

  1. IRCTC-এর অফিসিয়াল ওয়েবসাইটে (www.irctc.co.in) বা অ্যাপে যান
  2. ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করুন
  3. ডানদিকে ‘My Account’ বা ‘My Profile’ বিভাগে যান

ধাপ ২: “Link Aadhaar” অপশনে ক্লিক করুন

  1. এর পর মাই অ্যাকাউন্টে গিয়ে “Link Your Aadhaar” বা “Add Aadhaar” অপশনটি সিলেক্ট করুন
  2. আপনার ১২ ডিজিটের আধার নম্বর টাইপ করুন
  3. সাবমিট করুন

 ধাপ ৩: মোবাইলে OTP আসবে

  1. আধার নম্বর জমা দেওয়ার পরে, UIDAI-র ডেটাবেস থেকে OTP আসবে
  2. এই OTP টাইপ করে সাবমিট করুন
  3. যদি OTP সঠিক হয়, তাহলে IRCTC-র তরফে KYC সফল হওয়ার মেসেজ পাবেন

 ধাপ ৪: KYC স্ট্যাটাস চেক করুন

  1. ফের My Account-এ যান
  2. “View KYC Status” অপশনে ক্লিক করে নিশ্চিত করুন আপনার আধার সফলভাবে লিঙ্ক হয়েছে কি না

যদি আধার না থাকে তাহলে কী করবেন?

যাঁদের আধার নেই, তাঁরা এখন তৎকাল টিকিট কাটতে পারবেন না। IRCTC-এর নতুন নিয়ম অনুযায়ী, OTP ভিত্তিক ভেরিফিকেশন কেবল আধার লিঙ্ক করা অ্যাকাউন্টেই সম্ভব। তাই আপনার যদি এখনো আধার না থাকে, তাহলে নিকটবর্তী আধার কেন্দ্র (Aadhaar Seva Kendra) থেকে অবিলম্বে আধার বানিয়ে ফেলুন।

সাধারণ টিকিটের ক্ষেত্রে কী এই নিয়ম প্রযোজ্য হবে কী ?

না, এই নতুন নিয়ম শুধুমাত্র তৎকাল (Tatkal) টিকিটের জন্য প্রযোজ্য হবে। যাঁরা সাধারণ (General) রিজার্ভেশন টিকিট কাটেন, তাঁদের এখনই এই নিয়ম মানতে হচ্ছে না। তবে ভবিষ্যতে IRCTC সব ধরনের বুকিংয়ের ক্ষেত্রেই KYC বাধ্যতামূলক করতে পারে বলে জানা যায় ।

এই নিয়মে কী সুবিধা ও অসুবিধা?

 সুবিধা:

  1. টিকিট কালোবাজারি বন্ধ হবে
  2. সিস্টেমে স্বচ্ছতা বাড়বে
  3. যাত্রীদের পরিচয় নির্ভরযোগ্য হবে
  4. জালিয়াতির সম্ভাবনা কমবে

 অসুবিধা:

  1. যাঁদের আধার নেই, তাঁরা সমস্যায় পড়বেন
  2. গ্রামীণ এলাকায় ইন্টারনেট না থাকলে OTP পেতে সমস্যা হতে পারে

  3. বৃদ্ধ বা প্রযুক্তি-অজ্ঞ যাত্রীরা সমস্যায় পড়তে পারেন

বিশেষ পরামর্শ (Pro Tips):

  1. তৎকাল বুকিংয়ের আগে অন্তত ১ দিন আগে KYC করুন
  2. IRCTC অ্যাপ আপডেট করে নিন সর্বশেষ ভার্সনে
  3. OTP না এলে, UIDAI-এর হেল্পলাইন নম্বরে যোগাযোগ করুন
  4. অন্য কাউকে দিয়ে যদি টিকিট কাটান, তাঁর অ্যাকাউন্টেও আধার থাকতে হবে
  5. নকল IRCTC অ্যাপে না গিয়ে অফিসিয়াল অ্যাপ/সাইট ব্যবহার করুন

 এই নিয়ম মানতেই হবে, নয়তো ট্রেন ধরা যাবে না!

বর্তমানে পরিবর্তনের পথে হাঁটছে ভারতীয় রেল দপ্তর। ডিজিটাল ইন্ডিয়ার স্বপ্নপূরণে রেলব্যবস্থাকে আরও নিরাপদ, স্বচ্ছ এবং ফেয়ার করার লক্ষ্যে এই আধার-ভিত্তিক নতুন তৎকাল বুকিং নিয়ম চালু করা হয়েছে। IRCTC অ্যাকাউন্টে আধার যুক্ত না থাকলে এখন থেকে আপনি তৎকাল টিকিট বুক করতে পারবেন না। তাই আর দেরি নয়—আজই আপনার IRCTC অ্যাকাউন্টে আধার যুক্ত করে নিন, যাতে যেকোনো প্রয়োজনেই আপনি নির্বিঘ্নে রেলের টিকিট কাটতে পারেন।

Leave a Comment