সরকারি কর্মচারী এবং পেনশন রোগীদের জন্য চলে এসেছে বিশাল বড় একটি সুখবর। ২০২৫ সাল সরকারি কর্মীদের জন্য বড় একটি উপহার। দীর্ঘদিন ধরে সরকারি কর্মীরা যে আশায় বসে ছিলেন অবশেষে সরকার তাদের ইচ্ছে পূরণ করতে যাচ্ছে। এবার সরকারি কর্মীরা এবং পেনশনভোগীরা পেতে চলেছেন ৫৮% হারে মহার্ঘ ভাতা। আপনি যদি একজন সরকারি কর্মচারী বা পেনশনভোগী হয়ে থাকেন তাহলে আপনার জন্যও রয়েছে বিশাল বড় সুখবর। চলুন বিস্তারিতভাবে সুখবরটি জেনে নেওয়া যাক।
চাকরি জীবনে যারা কেন্দ্রীয় সরকার অধীনস্থ কর্মচারী বা পেনশনভোগী, তাঁদের জন্য সুখবর নিয়ে এসেছে ২০২৫ সালের জুলাই মাস। ইতিমধ্যেই শুরু হয়েছে অষ্টম পে কমিশন গঠনের কার্যক্রম এরই মধ্যে আবার সপ্তম বেতন কমিশনের আওতাধীন কেন্দ্রীয় কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা বা DA (Dearness Allowance) ৩ শতাংশ পর্যন্ত বাড়তে চলেছে – যা DA-র হারকে ৫৮ শতাংশে নিয়ে যাবে। চলতি বছরের জানুয়ারি থেকে মে পর্যন্ত AICPI-এর (All India Consumer Price Index) হিসাব বলছে, এই বৃদ্ধির সম্ভাবনা একেবারেই নিশ্চিত।
AICPI সূচক কী এবং এটা কেন গুরুত্বপূর্ণ?
AICPI (All India Consumer Price Index) হল শ্রমিকদের ভোগ্যপণ্যের মূল্যবৃদ্ধির হিসাব নির্ভর একটি সূচক, যার উপর ভিত্তি করেই কেন্দ্রীয় কর্মচারীদের মহার্ঘ ভাতা নির্ধারণ করা হয়। এখানে সমগ্র রাজ্য সরকারি কর্মীদেরও এই সূচক অনুযায়ী ভাতা বৃদ্ধি করা হয়। তবে জানুয়ারি থেকে বর্তমান সময় পর্যন্ত কি হারে এই সুযোগ বৃদ্ধি পেয়েছে তার একটি তালিকা নিচে দেওয়া হল-
জানুয়ারি থেকে মে ২০২৫ পর্যন্ত AICPI পয়েন্ট:
মাস | AICPI (IW) সূচক | আনুমানিক DA শতাংশ |
---|---|---|
জানুয়ারি | ১৪৩.২ | ৫৬.৩৯% |
ফেব্রুয়ারি | ১৪২.৮ | ৫৬.৭২% |
মার্চ | ১৪৩.০ | ৫৭.০৯% |
এপ্রিল | ১৪৩.৫ | ৫৭.৪৭% |
মে | ১৪৪.০ | ৫৭.৮৫% |
যদিও এখনো পর্যন্ত জুন মাসের AICPI তথ্য প্রকাশিত হয়নি, তবে মে পর্যন্ত সূচক অনুযায়ী DA ৫৭.৮৫% পৌঁছেছে। এর থেকে বোঝা যাচ্ছে জুলাই মাসে এই সূচক ৫৮ শতাংশ পার করে যাবে।
জুলাই ২০২৫ থেকে DA বাড়বে ৩%
বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ৫৫% হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন। কিন্তু চলতি AICPI ট্রেন্ড অনুযায়ী এটি ৫৮% এ পৌঁছানোর জোর সম্ভাবনা রয়েছে। অর্থাৎ ৩% পর্যন্ত ডিএ বৃদ্ধি একপ্রকার নিশ্চিত। কেন্দ্রীয় সরকারি কর্মীদের প্রতি বছর দুবার করে মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হয় সেই অনুযায়ী এবার আবারো ৩ শতাংশ হারে মহার্ঘ ভাতা বৃদ্ধি পেতে চলেছে।
ডিএ বৃদ্ধির ফলে বেতন কত বাড়বে?
একজন কর্মচারীর মূল বেতন যদি হয় ₹৩০,০০০, তাহলে ডিএ বৃদ্ধির ফলে কী হবে দেখে নেওয়া যাক:
বিবরণ | পরিমাণ |
---|---|
বর্তমান DA (৫৫%) | ₹১৬,৫০০ |
নতুন DA (৫৮%) | ₹১৭,৪০০ |
মাসিক পার্থক্য | ₹৯০০ |
বার্ষিক পার্থক্য | ₹১০,৮০০ |
অর্থাৎ প্রতি মাসে ₹৯০০ করে বেতন বাড়বে এবং বছরে ₹১০,৮০০ পর্যন্ত অতিরিক্ত লাভ হবে। তাই যারা আরো বড় বেতনের সরকারি চাকরি করে থাকেন তাদের বেতন বৃদ্ধির পরিমাণও আরো অনেকটা বেশি হবে।
কবে ঘোষণা হবে এই বৃদ্ধি?
যদিও জুলাই মাস থেকে DA বৃদ্ধির কার্যকারিতা শুরু হবে, তবে সরকার এটি সেপ্টেম্বর বা অক্টোবর মাসে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করতে পারে।
ঘোষণার সম্ভাব্য ধাপ:
- জুন মাসের AICPI প্রকাশ – জুলাই শেষে।
- শ্রম মন্ত্রক থেকে রিপোর্ট অর্থ মন্ত্রকে যাবে।
- মন্ত্রিসভার অনুমোদন।
- সংশোধিত DA কার্যকর হবে এবং এরিয়ার সহ প্রদান হবে।
DA গণনার নিয়ম কী?
DA নির্ধারণ করা হয় AICPI-এর ৬ মাসের গড় সূচকের উপর ভিত্তি করে। প্রতি বছর দুইবার DA সংশোধন করা হয় – জানুয়ারি ও জুলাই মাসে। জানুয়ারি মাসে বৃদ্ধি করা হয়েছে এবার জুলাই মাসে আবারও বৃদ্ধি পেতে চলেছে।
বাড়তি তথ্য: DA যখন ৫০% অতিক্রম করে, তখন সাধারণত তা মূল বেতনের সঙ্গে মার্জ (merge) করে নতুন পে-স্কেল তৈরি করা হয়। তবে বর্তমানে তা করা হয়নি। তবে বর্তমান পরিস্থিতির উপর দাঁড়িয়ে বলা যাচ্ছে খুব শীঘ্রই অষ্টম পে-কমিশন গঠন করা হবে। এর ফলে সরকারি কর্মচারীদের বেতন প্রায় দ্বিগুণ হারে বৃদ্ধি পাবে।
ভবিষ্যতের সম্ভাবনা: ৮ম পে কমিশন ও DA
৮ম বেতন কমিশনের সম্ভাব্য কার্যকারিতা:
- ১ জানুয়ারি, ২০২৬ থেকে কার্যকর হবে।
- নতুন কমিশন আসলে DA নতুনভাবে গণনা হবে।
- DA, HRA ও অন্যান্য ভাতা নতুন স্কেলে ভিত্তি করে হিসেব করা হবে।
- DA তখন আবার শূন্য থেকে শুরু হবে (পূর্বের ৫০% মার্জ হবে)।
অর্থাৎ বর্তমানে যে ৫৮% DA রয়েছে, তা ২০২৬ সালে নতুন মূল বেতনে সংযুক্ত হয়ে নতুন স্কেল তৈরি করবে। তাই সরকারি কর্মচারীরা প্রচুর হারে বেতন পাবেন।
৩% ডিএ বৃদ্ধির বড় প্রভাব কোথায় পড়বে?
- পেনশনভোগীরা বেশি লাভবান হবেন কারণ তাঁদের HRA থাকে না।
- যারা নিম্নবেতনের গ্রুপ C বা D কর্মচারী, তাঁদের জন্য মাসিক বেতনের এই পার্থক্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
- রাজ্য সরকারি কর্মচারীরাও ডিএ বাড়ানোর জন্য দাবি জানাতে পারেন কেন্দ্রের এই পদক্ষেপের পরে।
অতিরিক্ত তথ্য: AICPI যদি আরও বাড়ে?
যদি জুন মাসে AICPI সূচক আরও ০.৫ পয়েন্ট বৃদ্ধি পায়, তাহলে ডিএ ৫৮.০৮% এ পৌঁছাতে পারে। আর যদি সূচক অপরিবর্তিত থাকে, তাহলেও ৩% বৃদ্ধির সম্ভাবনা বজায় থাকবে।
সরকারি কর্মচারীদের জন্য একের পর এক বড় বড় সুখবর আসতে চলেছে। ২০২৫ সালের জুলাই থেকে কেন্দ্রীয় কর্মচারীদের জন্য ৩% ডিএ বৃদ্ধির সম্ভাবনা এখন বাস্তবে রূপ নিতে চলেছে। এর পাশাপাশি আবার গঠন হতে চলেছে অষ্টম পে কমিশন। এই বৃদ্ধির ফলে লক্ষ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের বেতনে উল্লেখযোগ্য পরিবর্তন আসবে। যারা ইতিমধ্যেই বেতন কাঠামোর কারণে পিছিয়ে পড়ছিলেন, তাঁদের জন্য এই মহার্ঘ ভাতা একটি স্বস্তিদায়ক পদক্ষেপ।